NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:১২ পিএম

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ভোরে বগুড়া জিলা স্কুলে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।   (২৬ মার্চ বুধবার )সকালে জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন সংগঠন থেকে মুক্তির ফুলবাড়িতে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করে।   এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ হোসেন প্রমুখ।   এদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সুর্যদয়ের সঙ্গে সঙ্গে বগুড়া পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা বিএনপি, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, জেলা জিয়া পরিষদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার এসোসিয়েশন, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিদের সংগঠন মুক্তির ফুলবাড়িতে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া উদীচী বগুড়া শাখা শ্রদ্ধা নিবেদন করে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার আয়োজনে সকাল ১১ টায় জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শেষ হয়।   সকাল ৯ টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসক হোসনা আফরোজা আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ হয়। কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, বিএনসিসি, স্কাউট, গালর্স ইন গাইড, রেড ক্রিসেন্ট, আনসার সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসাসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।