NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

নন্দীগ্রামে বিভাগীয় কমিশনারের উপজেলা পরিষদ পরিদর্শন, সেলাই মেশিন ও রেইনকোট বিতরণ


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:২৯ পিএম

নন্দীগ্রামে বিভাগীয় কমিশনারের উপজেলা পরিষদ পরিদর্শন, সেলাই মেশিন ও রেইনকোট বিতরণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, দুঃস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের রিক্সা ও ভ্যান চালকদের মঝে রেইনকোট বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।  (৮ এপ্রিল মঙ্গলবার) বিকেলে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ( ভদ্রাবতীতে) উপজেলার ১০ জন দুস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন ইউনিয়নের ৪০ জন ভ্যান ও রিক্সা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।  বিভাগীয় কমিশনারের সফর সঙ্গী হিসেবে ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মাদ শাহজাহান বিপিএম (বার) পিএইচডি।  এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, প্রাণীসম্পদ কর্মকার্তা কল্পনা রাণী রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, উপজেলা হিসাবরক্ষণ অফিসার শামীমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহান, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, সমবায় কর্মকর্তা ঝরনা রাণী দেবনাথ, পল্লি বিদ্যুতের ডিজিএম শাহাদত হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রেজাউল করিম কামাল, আবুল কালাম।  এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।  এরপর উপজেলা ভূমি অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে উপজেলা গোল চত্ত্বরের ভিতর জামরুল গাছের চারা রোপন করেন বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি, ও সফেদা ফল গাছের চারা রোপন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মাদ শাহজাহান বিপিএম (বার) পিএইচডি।