NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘সরল ভাষায় গভীর অর্থ সি চিন পিংয়ের প্রিয় উপাখ্যান’ : মালয় সংস্করণ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৮:০৪ পিএম

‘সরল ভাষায় গভীর অর্থ সি চিন পিংয়ের প্রিয় উপাখ্যান’ : মালয় সংস্করণ

 

 


চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি প্রযোজিত ‘সরল ভাষায় গভীর অর্থ - সি চিন পিংয়ের প্রিয় উপাখ্যানে’র (মালয় সংস্করণ) সম্প্রচার সূচনা অনুষ্ঠান গত মঙ্গলবার কুয়ালালামপুরে আয়োজিত হয়েছে। মালয়েশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী জাহিদ একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে সেদেশে অনুষ্ঠানটির সম্প্রচারের জন্য অভিনন্দন জানান। মালয়েশিয়ার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, গণমাধ্যম ও একাডেমিয়া ক্ষেত্রের ২০০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি এখন থেকে মালয়েশিয়া ন্যাশনাল ব্রডকাস্টিং টেলিভিশনসহ বিভিন্ন মূলধারার মিডিয়ায় প্রদর্শিত হবে।

‘সরল ভাষায় গভীর অর্থ-সি চিন পিংয়ের প্রিয় উপাখ্যান’ (মালয় সংস্করণ) সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য, নিবন্ধ ও আলোচনায় উদ্ধৃত চীনা প্রাচীন গ্রন্থ ও ক্লাসিকাল উক্তিকে সূচনা বিন্দু হিসেবে নিয়ে মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটি, সাংস্কৃতিক উত্তরাধিকার ও উদ্ভাবন, জীববৈচিত্র্য সুরক্ষা এবং সভ্যতার পারস্পরিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি সি চিন পিংয়ের শাসন ও নীতিনির্ধারণের অসামান্য প্রজ্ঞা, বিশ্বকল্যাণের গভীর আবেগ এবং ইতিহাস ও সংস্কৃতির গভীর জ্ঞানের উজ্জ্বল প্রকাশ। 

সূত্র :স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।