NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

দামুড়হুদায় এক প্রসূতির পাঁচ সন্তানের জন্ম


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ১০:২৭ পিএম

দামুড়হুদায় এক প্রসূতির পাঁচ সন্তানের জন্ম
জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গাঃ দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি ক্লিনিকে সালেমা খাতুন নামের এক গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া পাঁচটি সন্তানের একটিও বেঁচে নেই। গত ২২ সেপ্টেম্বর উপজেলার কানাঈডাঙ্গা গ্রামের দক্ষিণ পাড়ার ঝন্টু'র স্ত্রী সালেমা খাতুন (৩০) রাত ৮টার দিকে এ্যাপোলো ক্লিনিকে একে একে পাঁচটি সন্তান জন্ম দেন। জন্মের কিছুসময় পরই পাঁচটি সন্তানের মৃত্যু হয়। সুস্থ রয়েছেন প্রসূতি গৃহবধূ।গৃহবধূর স্বামী ঝন্টু মিয়া জানান,বিকালে স্ত্রী'র পেটে ব্যথা হলে দ্রুত তাকে কার্পাসডাঙ্গারঐ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে একে একে পাঁচটি সন্তান প্রসব করেন। কিন্তু পাঁচটি সন্তানের কেউই বেঁচে রইল না। বর্তমান আমার স্ত্রী সুস্থ আছেন। কার্পাসডাঙ্গার ঐ ক্লিনিকের পরিচালক মামুনুর রশীদদের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার আগে একজন প্রসূতি পেটে ব্যাথা সহ তার স্বামী আমাদের ক্লিনিকে আসেন ।ক্লিনিকে আসার পরই তিনি একটি সন্তান প্রসব করেন। এরপর কর্তব্যরত চিকিৎসকের সহযোগিতায় পরপর আরো চারটি সন্তান জন্ম নেয়। এরই কিছু সময়ের মধ্যে জন্ম নেওয়া পাঁচটি সন্তানের মৃত্যু হয়। সন্তানের মধ্যে ছিলো একটি মেয়ে, দুটি ছেলে এবং বাকী দুটো বাচ্চা এক ও অপরের সঙ্গে জোড়া থাকার ফলে চিহ্নিত করা সম্ভব হয়নি। প্রসূতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তিনি সুস্থ।