NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারত-পাকিস্তান উত্তেজনা, দিল্লি বিমানবন্দরের ১৪০টি ফ্লাইট বাতিল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৫, ০৫:০৪ এএম

ভারত-পাকিস্তান উত্তেজনা, দিল্লি বিমানবন্দরের ১৪০টি ফ্লাইট বাতিল

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরের ১৪০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ও আঞ্চলিক উভয় ফ্লাইট বাতিল করা হয়েছে। পেহেলগাম ইস্যুতে বুধবার রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানকে টার্গেট হামলা করেছে ভারত। এর জেরে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৫টি আগত এবং ৬৬টি বহির্গামী অভ্যন্তরীণ ফ্লাইট। আর এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইটও ছিল।