NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Logo
logo

মা শব্দে - জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ০১:৪১ এএম

মা শব্দে  - জাকিয়া রহমান

 

মা শব্দে

- জাকিয়া রহমান 

 

মা শব্দে বাজে কি এক অনুরণন! দেখি,    

সেই আমুদে নিকানো এক উঠান।  

যেথা বিছানো ছিল সহস্রতারার ফুল,  

যেন এক সাজান নকশীর বিছান।

মনে মনে এখনো সেখানে ফুল কুড়াই,  

পিঠেপুলির সুগন্ধ বয় বাতাসে।    

মা শব্দের মাঝে রয়েছে মমতার আশ্রয়,   

নিরাপদে বুক ভরি নিঃশ্বাসে। 

  

মা শব্দের মাঝে আমি উড্ডীন স্বপ্নের রথে,  

করি ভ্রমণ সাদা মেঘের সাথে।      

মা শব্দের সাথে আমি অনুভবে পাই আজ,  

কি মধুর সুর মিলাপের পবন।   

তখন আকাশে বাতাস নেচে হয়ে ওঠে, 

সুরের এক মহিমাময় রমণ।   

মা শব্দে রয়েছে এক সুহৃদের সম্ভাষণ,   

অন্তর ছোঁয়ানো কোমল স্পর্শন।