NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

চুয়াডাঙ্গা জীবননগরের সেনেরহুদায় গবাদিপশুর ভ্যাক্সিনেশন কর্মসূচি


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:৫৩ এএম

চুয়াডাঙ্গা জীবননগরের সেনেরহুদায় গবাদিপশুর ভ্যাক্সিনেশন কর্মসূচি
জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রডিউসার গ্রুপ এবং খামারিদের গবাদিপশুর ভ্যাক্সিনেশন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় সেনেরহুদা গ্রামের রেলগেট পাড়ায় প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের অর্থায়নে ও কৃষক জোটের আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক জোটের উথলী ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা তানভির হাসান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ,কৃষক জোটের সাধারণ সম্পাদক ফজলুল হক,উথলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দীন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জয়নব বেগম, উথলী বাজার দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী(রিসো) মশিউর রহমান, ফিল্ড অর্গানাইজার হৃদয় আহম্মেদ ও জুঁই আক্তার। এসময় অতিথিবৃন্দরা উপস্থিত সকলকে গবাদিপশুর বিভিন্ন রোগবালাই সম্পর্কে সচেতন করেন এবং রোগ প্রতিরোধে নানা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারনা প্রদান করেন। ভ্যাক্সিনেশন কর্মসূচিতে দিনব্যাপী অভিজ্ঞ পশু চিকিৎসক দ্বারা দু শতাধিক গরু ও ছাগলের বিভিন্ন রোগ প্রতিরোধকারী ভ্যাক্সিন প্রদান করা হয়।