NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

ধর্ম যার যার উৎসব তার-- "সামাজিক সম্প্রতি কমিটি আলোচনা সভা"


Abdur Razzak প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:১৯ এএম

ধর্ম যার যার উৎসব তার-- "সামাজিক সম্প্রতি কমিটি আলোচনা সভা"

 এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
ধর্ম যার যার উৎসব তার!!!
"সামাজিক সম্প্রতি কমিটি আলোচনা সভা"।

বগুড়া আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে " সামাজিক সম্প্রতি কমিটির আলোচনা সভা" ইউনিয়ন পরিষদের হল রুমে ২৬ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১১ টায় অনুষ্টিতব‍্য হয়ে গেল। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ-সভাপতি জনাব আব্দুল হক (আবু)।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউ পি সদস্য বাবু সুধেব ঘোষ, শিক্ষক সাইফুল ইসলাম,আঃ লীগ ইউনিয়ন সভাপতি শেখ জালাল উদ্দিন, ছাতিয়ানগ্রাম হাট খোলা জামে মসজিদ পেশ ইমাম হাফেজ আলাউদ্দিন প্রাং, ইউ পি সচিব কুদরত ই এলাহী!
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউ পি সদস্য আনোয়ার হোসেন জীবন, মহসিন আলী,
আবু তাহের,হামিদুল ইসলাম, মহিউদ্দিন তালুকদার,মর্তজা আলী,মহিলা সদস্যা সবিতা বেগম, রিনা বেগম,লবানী খানম, স্হানীয় সাংবাদিক ও নিউইয়র্ক বাংলা ডটকম উত্তরবঙ্গ প্রতিনিধি এম আব্দুর রাজ্জাক সহ সমাজের বিভিন্ন পেশা জিবীর গন‍্য মান‍্য বাক্তিবর্গ।
উক্ত সভায় মাননীয় চেয়ারম্যান সাহেব বলেন,
সম্প্রতি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সকল ধরনের আইন শৃংখলা ও নিরাপত্তা জোরদার করা হবে এবং সব ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে। পুলিশ,আনসার ও গ্রাম পুলিশ সব সময় পূজা মন্ডপে মোতায়েন থাকবে। এবার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে মোট ৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে তার মধ্যে বড় আখিড়া,ছাতিয়ানগ্রামে, ঈসবপুর,আমবাড়িয়া এবং ধুলাতর গ্রামে।