NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৫, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
চারদিনব্যাপী নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা ৩৪তম বইমেলা শুরু ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক  এবং সাদাত হোসাইন ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস Bangladesh pledges specialized units, new partnerships, and several pilot  projects at the 2025 Berlin UN Peacekeeping Ministerial আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র-সরঞ্জাম কিনবে সৌদি যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান বৈশাখী আবাহনে মানবের জয়গান নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ: আধুনিকতার অগ্রদূত
Logo
logo

আদমদীঘির কৃতী শিক্ষক প্রকৌশলী আকতারুলের কৃতিত্ব।


Abdur Razzak প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ০৩:৩১ পিএম

আদমদীঘির কৃতী শিক্ষক প্রকৌশলী আকতারুলের কৃতিত্ব।

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


২৬ সেপ্টেম্বর, ২০২২
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কৃতী সন্তান, কৃতী শিক্ষক প্রকৌশলী ডঃ আকতারুল ইসলাম বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ওই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল, ইজ্ঞিনিয়ারিং এবং পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক। তিনি সান্তাহার কলসা আহসানউল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় ১ম বিভাগে ও সম্মিলিত মেধা তালিকায় ১০ম স্থান অর্জন করেন। এইচএসসি পরীক্ষায় ১ম বিভাগে পাশসহ মেধা তালিকায় ৪র্থ স্থান অধিকার করেন। তিনি এমএসসি ও পিএসডি করেন বুলগেরিয়া থেকে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জার্নালে তাঁর ১৫০ টিরও বেশি দুর্লভ প্রবন্ধ বের হয়েছে। তাঁর বৈজ্ঞনিক সূচক ২০২২ সেরা গবেষক এবং দেশের সেরা কেমিক্যাল ইজ্ঞিনিয়রিং বিজ্ঞানি। তিনি সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের মরহুম আলহাজ¦ জাফেরুল ইসলামের সন্তান।