NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

নড়াইলে এস.এম. সুলতানের ‘২৮তম মৃত্যুবার্ষিকী ও জন্মশতবর্ষ উদযাপনের পথে’ শীর্ষক অনুষ্ঠান


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:৪৬ এএম

নড়াইলে এস.এম. সুলতানের ‘২৮তম মৃত্যুবার্ষিকী ও জন্মশতবর্ষ উদযাপনের পথে’ শীর্ষক অনুষ্ঠান

জেলা শিল্পকলা একাডেমি নড়াইলে অনুষ্ঠিত হয় শিল্পী এস.এম. সুলতানের ‘২৮তম মৃত্যুবার্ষিকী ও জন্মশতবর্ষ উদযাপনের পথে’ শীর্ষক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে ১০ অক্টোবর ২০২২ দিনব্যাপী ছিল নানা আয়োজন। সকালে শিল্পীর সমাধিস্থলে পুষ্পার্পন এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টা থেকে নড়াইলের চিত্রা নদীতে ১২০ জন শিশু এবং বিকাল ৩-৫ টায় ২ শতজন শিশুর অংশগ্রহণে লালবাউল রুপগঞ্জ, নড়াইলে আয়োজিত হয় আর্টক্যাম্প। শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শীত হয় শিশুস্বর্গ মিলনায়তনে সকাল ১০টায় এবং বিশিষ্ট শিল্পীদের  চিত্রকর্ম প্রদর্শীত হয় সকাল ১০.৩০টায় জেলা শিল্পকলা একাডেমি, নড়াইলে।

শিল্পী এস.এম. সুলতানের চিত্রকর্ম নিয়ে পর্যালোচনা করেন গবেষক শিল্পী শাওন আকন্দ। দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বসে বাউল গানের আসর। প্রামাণ্যচিত্র ‘আদমসুরত’ প্রদর্শীত হয় জেলা শিল্পকলা একাডেমি, নড়াইলে দুপুর ১২.৩০টায়। বেলা ৩.৩০-৫.০০টা পর্যন্ত একাডেমিত অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে শিশুনাট্য কর্মশালা। বিকাল ৫- সন্ধ্যা ৭ পর্যন্ত লালবাউল, রুপগঞ্জ, নড়াইলে আলোচনা অনুষ্ঠান, আর্টক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরন এবং বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক একাডেমির চারুকলা বিভাগের পরিচারক মিনি করিম। এছাড়াও একাডেমির চারুকলা বিভাগের উপপরিচালক, নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল এর এস.এম সুলতান সংগ্রহশালার সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।