NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ায় জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ. লীগ প্রার্থী মকবুল হোসেন


Abdur Razzak প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৭:২৫ পিএম

বগুড়ায় জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ. লীগ প্রার্থী মকবুল হোসেন

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

১৭.১০.২০২২

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন ডা. মকবুল হোসেন। সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বগুড়ার ১২টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে নির্বাচনে ডা. মকবুল হোসেনের বিজয়ীর ঘোষণা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার এ এস এম জাকির হোসেন।

নির্বাচন অফিস জানায়, বগুড়ার ১২ উপজেলার ১২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৪০ জন এবং নারী ৩৮৩ জন। এসব কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ছিলেন ১২ জন। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ২৪, পোলিং অফিসার হিসেবে ৪৮ জন এবং ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে ৮৪ জন দায়িত্ব পালন করেন।

ডা. মকবুল হোসেন বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বগুড়া জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে আবারো প্রশাসকের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আব্দুল মান্নান আকন্দ। তাকে নির্বাচনের কয়েকদিন আগে একটি মামলায় কারাগারে পাঠায় আদালত। কারাগারে থেকে আব্দুল মান্নান নির্বাচনে অংশ নেন।
এ ছাড়াও বগুড়ার ১২ ওয়ার্ডে মোট ৩৪ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। আর সংরক্ষিত ৪ টি ওয়ার্ডের মোট প্রার্থী ছিলেন ১৬ জন।