NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

ওয়াশিংটনে শেখ রাসেল’র জন্মদিন পালিত


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৭:২৫ পিএম

ওয়াশিংটনে শেখ রাসেল’র জন্মদিন পালিত

 


ওয়াশিংটন ডিসি: শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যেগে ১৭ অক্টোবর সোমবার রাত ১২:০১ মিনিটে কেক কেটে এই জন্মদিনের উৎসব পালিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি এম নবী বাকী, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি আই রাসেল, সদস্য জেবা রাসেল, মিরাজ হোসেন, মেট্রো ওয়াশিংটন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সর্বজিৎ দাস তুর্য প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মতো নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। অনুষ্ঠানে ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এক মিনিট নিরবতা পালন শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।