খবর প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ১০:০১ এএম
মন আমার
মাঝে মাঝে মনে হয় প্রকৃতির গহীনে ডুবে যাই,
গহীনের নীরবতার সৌন্দর্য উপলব্ধি করি, একা এবং একাই।
সামান্য শব্দেও যদি প্রকৃতি বিরূপ হয় আমার উপর!!
আমার ভীষণ ইচ্ছে মৌমাছির ফুলের মধু আহরণ দেখার ক্ষণ!
প্রতীক্ষায় থাকা শাপ কখন ছোবল মারবে, এ ক্ষণ দেখারও আমার ভীষণ ইচ্ছে!!
বাঘ কিভাবে শিকারের অপেক্ষায় থেকে সময়ের প্রহর গুনে,
এ ক্ষণ দেখারও আমার ভীষণ শখ!!
কিন্তু আমি যে ভীষণ ধৈর্যহীন!!
পারিনা অনন্তকাল চুপ মেরে থাকতে,
হঠাৎ আমি হোমোস্যাপিয়েন্স হয়ে সব সৌন্দর্য তছনছ করে ফলি!!
আমার আর প্রকৃতির গহীনে ঢুকা হয় না!!
হবে কি কখনো!!
অক্টোবর ১৯, ২০২২