NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Logo
logo
বাংলাদেশী-আমেরিকান ৫ প্রার্থীকে এনডোর্স করলেন কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স

২৮ জুনের নির্বাচনে ভোট দেয়ার আহবান


সালাউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৬ মে, ২০২৫, ০৬:৫১ এএম

২৮ জুনের নির্বাচনে ভোট দেয়ার আহবান



নিউইয়র্ক (ইউএনএ): আগামী ২৮ জুন মঙ্গলবারের নির্বাচনে অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ থেকে প্রতিদ্ব›িদ্বতাকারী ডেমোক্র্যাট পার্টি মনোনীত বাংলাদেশী-আমেরিকান ৫ প্রার্থীকে এনডোর্স করলেন ইউএস কংগ্রেসের চেয়ার অব দ্য হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান মি. গ্রেগরী মিক্স। এই প্রার্থীরা হলেন- অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ এর জুডিশিয়াল ডেলিগেট পদপ্রার্থী আনাফ আলম, সাবুল উদ্দিন ও নূসরাত আলম, অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪-বি এর ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী মাজেদা উদ্দিন, ষ্টেট কমিটি ওম্যান জামিলা উদ্দিন। একই আসনের বর্তমান আসেম্বলীম্যান ও ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী ডেভিট ওয়েপ্রীনের নেতৃত্বে তারা দলীয় মনোনয়নে প্রতিদ্ব›িদ্বতা করছেন। খবর ইউএনএ’র।  
শুক্রবার (১৭ জুন) বাদ জুম্মা জ্যামাইকার লিটন বাংলাদেশ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স উল্লেখিত প্রার্থীদের এনডোর্স করেন। এসময় তিনি তাদের ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহŸান জানান। অনুষ্ঠানে উল্লেখিত প্রার্থীরা ছাড়াও ডেভিড ওয়েপ্রীন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবা উদ্দিন, রিয়েল এষ্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, কমিউনিটি বোর্ড মেম্বার তুহিন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জুলফিকার হায়দার, রাব্বী মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।