NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইরানে বিশ্বকাপের দিনগুলোতে পার্ক, বিপণীকেন্দ্র, রাস্তাঘাটসহ জনবহুল স্থানগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৬:৫৬ এএম

ইরানে বিশ্বকাপের দিনগুলোতে পার্ক, বিপণীকেন্দ্র, রাস্তাঘাটসহ জনবহুল স্থানগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়

আশরাফুর রহমান

১. ময়মনসিংহের ৩ হাজার ফুট লম্বা পতাকা টাঙিয়ে চমক আর্জেন্টিনা ভক্তদের
২. পাবনায় আর্জেন্টিনার ৬০০ ফুট লম্বা পতাকা বানালেন সমর্থকরা
৩. ৫৪০ ফুট লম্বা পতাকা তৈরি করলেন যশোরের ব্রাজিল ভক্তরা

তেহরানে বসে বাংলাদেশের পত্র-পত্রিকায় এসব খবর পড়ি আর আশপাশে তাকাই কিন্তু কোনো ভবনের ছাদে পতাকা দেখি না! বিদেশি পতাকা তো নয়ই ইরানের পতাকাও চোখে পড়ে না! অথচ ইরানিরা অন্যরকম ফুটবল পাগল জাতি! নিজ দেশের ক্লাবগুলোর পাশাপাশি ইউরোপের ক্লাবগুলোর খেলাও নিয়মিত দেখে। বিশ্বকাপেও এবার নিয়ে ছয়বার খেলছে!

ইরানে বিশ্বকাপের দিনগুলোতে পার্ক, বিপণীকেন্দ্র, রাস্তাঘাটসহ জনবহুল স্থানগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। প্রাইভেট কারে রেডিওতে ধারাভাষ্য প্রচার কিংবা ছোট পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও থাকে।

রাস্তার পাশে বিলবোর্ডে কিংবা ওভারব্রিজে সাইনবোর্ডে বিশ্বকাপের পক্ষে প্রচারণা চালানো হয়। কিন্তু জাতীয় পতাকার ব্যবহার একদম নেই!  আজ অফিসে আসার  সময় তোলা ছবিগুলো তারই প্রমাণ।