NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

নদীয়ার গেঁদে সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:২১ পিএম

নদীয়ার গেঁদে সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

সীমান্তের চলমান নানা ইস্যু নিয়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফর আমন্ত্রনে চুয়াডাঙ্গা দর্শনা বন্দর চেকপোস্টের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেঁদে বিএসএফ ক্যাম্পে শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় বিজিবির প্রতিনিধি দল বিএসএফ ক্যাম্পে পৌঁছালে বিএসএফ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দুপুর ১২ টায় বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল ৫ টায়। অত্যন্ত সোহার্দ্যপুর্ণ পরিবেশে এ বৈঠক চলে ।

বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মোঃ জাবেদ এর নের্তৃত্বে বিজিবির ৭ জন অফিসার এবং বিএসএফ’র কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি সঞ্জয় কুমারের নের্তৃত্বে ১০ জন অফিসার এ বৈঠকে অংশ নেন।

বিজিবির পক্ষে ছিলেন চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক, ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল শাহিন আজাদ, যশোর ৪৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সেলিমউদ্দোজা, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ সোহেল আহমেদ, অতিরিক্ত পরিচালক মেজর আবু সাঈদ মোহাম্দ মেহেদী হাসান ও চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী।

বিএসএফ’র কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি শ্রী সঞ্জয় কুমারের নের্তৃত্বে ছিলেন স্টাফ অফিসার প্রীথভি সিং, ব্যাটালিয়ন কমান্ডার দেশ রাজ সিং, সঞ্জয় প্রাসাদ সিং, বিএম রাও, সুরেশ কুমার, টু আইসি সুরেশ কুমার, মানদিপ পিলানিয়া, নাগেন্দ্র পাল।

বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মোঃ জাবেদ জানান, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা বন্ধে জোরালো ভুমিকা রাখা হয়েছে সেই সাথে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপশি মাদকসহ সবধরনের চোরাচালান বন্ধ, নারী-শিশু পাচার রোধ, সীমান্তের সবধরনের অপরাধ বন্ধসহ দু’দেশের সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার অঙ্গীকার করা হয়েছে।’

বৈঠক শেষে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সর্ম্পক আরো সূদৃঢ় করতে উপহার বিনিময় করা হয়।