NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

সমান্তরাল দুটি পথ - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:২১ এএম

সমান্তরাল দুটি পথ  - জাকিয়া রহমান

সমান্তরাল দুটি পথ

- জাকিয়া রহমান

লিমেরিক, আয়ারল্যান্ড

আমরা দুজন ছিলাম দুটি পাশাপাশি পথের যাত্রী।

চলছিলাম বেশ! যার যার পথ ধরে,

জীবন জাগতিক উদ্দেশ্য নিয়ে।

অভিনব জিজ্ঞসার পৃথিবীতে,

জ্ঞানের সমুদ্রে রত্ন সম্ভার যাচিতে।

সে দুটি পথ ছিল, সমান্তরাল আগলে নিরূদ্ধ।

আমার সত্তায় লালিত,

মহাবিশ্ব জঠরের জ্ঞান আরহণের অদম্য স্পৃহা

আর অন্বেষণা ছিল সুশৃঙ্খল আর সুবিন্যস্ত।

সে দু’টি পথ ছিল পাশাপাশি, সমান্তরাল আগলে নিরূদ্ধ।

তথাপি কোন এক শুভস্য লগ্নে, মুখ ফিরে দেখি-

এলো এক আচমকা অনুভূতি!

মনে হয়েছিল তুমি কি, সেই তুমি?

মনের এক চোরা ঘরে, বাসা বাঁধলে ভাল লাগতো?

তথাপি দু’টি পথ ছিল, সমান্তরাল আগলে নিরূদ্ধ।