NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিজয়ের চেতনা -- কাজী মশহুরুল হুদা


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১১:২৫ এএম

বিজয়ের চেতনা --  কাজী মশহুরুল হুদা

 

বিজয়ের চেতনা

কাজী মশহুরুল হুদা

বিজয়ের চেতনা

ককুঁনের অন্ধকারে চিন্তার উন্মেষ নয়,

অগ্রগতির পথে মুক্তির যাত্রা।

বিজয়ের গাঁথা

মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতায় স্মৃতিচারণ নয়,

লক্ষ কোটি মানুষের রক্তের বন্যা।

বিজয়ের উল্লাস

বৈঠা লগির প্রদর্শন নয়,

কাস্তের আস্ফালন নয়,

ধর্ম নিয়ে রাজনীতি নয়,

কিম্বা দুর্নীতি'র পাহাড় গড়া নয়।

বিজয়ের উল্লাস হল

শেকড়ের টানে, সত্যের সন্ধানে

নতুনের মাঝে কেতন উড়ানো, গুন টেনে আলোর পথে এগিয়ে যাওয়া।

বিজয়ের উল্লাস হল ন্যায় প্রতিষ্ঠা করা।

বিজয়ের বিজয় হল

মুক্তিযুদ্ধের চেতনা বিস্তার করা,

স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সফল করা।