নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালী (বিএডিভি)-এর বিজয় দিবস উদযাপন এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল স্লোগান ছিলো ‘বিজয়ের ঐক্যতানে, লাল সবুজের প্রাঙ্গণে’। গত ১৭ ডিসেম্বর রোববার ডেলোয়ারের ব্র্যান্ডউইন প্লাজা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আশিক। অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য আমন্ত্রিত অতিথি ড. সুলতানা ক্রিপেনডর্ফ এবং ড. ডেভিড নালীন-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অভিষেক অনুষ্ঠানে বিএডিভি’র নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া এবং সাধারণ সম্পাদক মিনহাজ সিদ্দিকীসহ কমিটির অন্যান্য কর্মকর্তারা দায়িত্ব এবং শপথ গ্রহণ করেন। উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শোয়েব আহমেদ ও নাইমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ, সমাজকল্যান সম্পাদক মুনমুন কোরেশী, কোষাধ্যক্ষ আফরোজা ইউসুফী এবং সদস্য ফারজানা চৌধুরী, রাজিয়া সুলতানা, জোহরা খাতুন কলি এবং মাজরেহা বিনতে জাহের। দায়িত্ব এবং শপথ গ্রহনের পর নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাঁপিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সারা বেগমের উপস্থাপনায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো ভাষ্কর শিল্পী আকতার আহমেদ রাশার একক শিল্পপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় কন্ঠশিল্পী এস, আই টুটুল, কৃষ্ণা তিথী খান এবং জলি দাস ও তার দল সঙ্গীত পরিবেশন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. নুরুন বেগম ডেজি ও তার দল।
বিদায়ী সভাপতি ডা আশিক আনসার কাছ থেকে দায়িত্ব গ্রহনের পর নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া উপস্থিত সকলে উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সবশেষে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশী সংগঠন আমেরিকাতে গড়ে উঠেছিল, তার মধ্যে বৃহত্তর ফিলাডেলফিয়ার প্রথম সংগঠন হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালী বিজয় দিবস উদযাপন এবং নতুন কমিটি অভিষিক্ত
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০২:২৬ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

প্রথমবারের মতো ছড়াড্ডা উন্মুক্তভাবে অনুষ্ঠিত হলো

বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করলো ছড়াটে

জারিন মাইশাকে নিয়ে আলমগীর খান আলমের একটি অনন্য অনুস্ঠান--আকবর হায়দার কিরন

জৌলুসপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা

সাংবদিক শওকত ওসমান রচি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহনারা বেগমের ইন্তেকাল

আইফেল টাওয়ার দর্শন ও একজন কাজী এনায়েত উল্লাহ-- তানবীর সিদ্দিকী
-এর-দ্বিবার্ষিক-নির্বাচনে-বিজয়ীদের-একাংশ.jpg)
বেইনের নির্বাচনে তানভীর-তাজ-শান্তা প্যানেলের ঐতিহাসিক জয়

জগন্নাথ, জন্ম, ধর্ম, সিলোজিজম, ও অনুপপত্তি--মিনহাজ আহমেদ