নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী অধ্যুষিত নিউইর্য়ক সিটির
ওজনপার্ক এলাকা থেকে নিখোঁজ হওয়া বাংলাদেশী শামস উদ্দিন আলীর
(৭১) সন্ধান পাওয়া গেছে। সোমবার (১২ ফেব্রæয়ারী) সোমবার তিনি
বাসয় ফিরেছেন। তিনি নিখোঁজ হওয়ার আগে গাড়ী চালিয়ে বাসার
ফেরার সময় ভুল পথে লং আইল্যান্ডের দিকে চলে যান। সেখানে নো
ড্রাইভিং জোনে ড্রাইভ করার সময় পুলিশ তাকে আটক করে এবং লং
আইল্যান্ডের নর্থশোর হাসাপাতলে ভর্তি করে।
এদিকে ১২ ফেব্রæয়ারী সোমবার বেলা একটার দিকে পুলিশ তার
পরিবারকে সুনাইকে পাওয়ার ঘটনা জানায়। সোমবারই তিনি
হাসপাতাল থেকে বাসায় ফিরেন এবং বর্তমানে তিনি সুস্থ্য আছেন।
তবে সুনাই কিছুটা ডিমেনশিয়ায় ভুগছেন বলে জানা গেছে।
প্রবীণ প্রবাসী আলী কমিউনিটিতে সুনাই নামে সমধিক পরিচিত
এবং তিনি বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতি সমিতি
ইউএসএ’র সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল-এর বড় ভাই।
ওজনপার্কে বাংলাদেশী মালিকানাধীন প্রথম গ্রোসারী স্টোর ‘আল
আমীন গ্রোসারী’র স্বাত্তাধিকারী ছিলেন শামস উদ্দিন আলী। গত ১০
ফেব্রæয়ারী শনিবার সকাল থেকে নিখোঁজ হন। সিলেটের
বিয়ানীবাজার উপজেলার সন্তান সুনাই ওজনপার্কের ১০৭-৫৭ ৭৮ স্ট্রীট
ঠিকানায় বসবাস করেন।
নিউইয়র্কে নিখোঁজ বাংলাদেশীকে পাওয়া গেলো হাসপাতালে
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০১:৫৫ এএম

প্রবাস রিলেটেড নিউজ

GOVERNOR HOCHUL AWARDS $260 MILLION IN FUNDING TO BUILD AND PRESERVE MORE THAN 1,800 HOMES ACROSS NEW YORK

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?-- সৈয়দ ওমায়ের হাসান

চন্দ্রাহত জ্যোৎস্নার পঙ্ক্তিমালা : বিচ্ছুরিত আলোক-রশ্মি -- আনোয়ার কামাল

বিশ্বশান্তিতে অবদান রাখায় সম্মানসূচক ডক্টরেট পেলেন আবু জাফর মাহমুদ

স্বেচ্ছাসেবী খাদ্য বিতরণ কর্মসূচীতে সহযোগিতা করে।মুনা ও ভালো’র বিশেষ উদ্যোগ

GOVERNOR HOCHUL AWARDS $260 MILLION IN FUNDING TO BUILD AND PRESERVE MORE THAN 1,800 HOMES ACROSS NEW YORK

পেন্ডুলাম নিয়ে আমার গল্প --- আইরিন রহমান

লং আইল্যান্ডে বাংলাদেশী-আমেরিকান এলায়েন্স’র উদ্যোগে পথমেলা ২৭ আগষ্ট