নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে সম্মিলিতভাবে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। প্রবাসে বাংলা ভাষার প্রসার এবং ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে ২০ টিরও বেশি সংগঠনের সমন্বয়ে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্রঙ্কসের আল আকসা পার্টি হপঠ উদযাপিত হয় মহান একুশে। ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া নানান কর্মসূচি শেষ হয় একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন। সম্মিলিত একুশ উদযাপন কমিটির আহবায়ক মাহবুব আলমের সভাপত্বিতে এবং সদস্য সচিব এ ইসলাম মামুন ও রেজা আবদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলওমেন আমান্ডা ফারিয়া, মূলধারার রাজনীতিবিদ ব্রঙ্কস বরো প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মিলিসেন্ট মাটোস. ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অব ল. কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস শহীদ, জুনেদ আহমেদ চৌধুরী, খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু কাওসার চিশতি, ইব্রাহীম বারো ভূইয়া, ডা. সাহাজাদি পারভিন. ফরিদা ইয়াসমিন, মেহের চৌধুরী, সাইদুর রহমান লিঙ্কন, মাকসুদা আহমেদ, মোশাহীদ চৌধুরী, কামরুন নাহার খানম রীতা, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, জামাল উদ্দিন আহমেদ, খবির উদ্দিন ভূইয়া, মাসুদ রহমান, নাজমুল ইসলাম, আক্তারুজামান হ্যাপি, মোঃ ইমরান আলী টিপু, মসনুর রহমান প্রমুখ। অন্যদের মধ্যে পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী মি. গৌরব কোঠারী, কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হোসেন, আমিনুল হক চুন্নু, মোঃ সানা উল্লাহ, ইমরান শাহ রন, আনোয়ারুল আলম ভূইয়া, এনওয়াইপিডির আলী, এনওয়াইপিডিরকমিউনিটি এফিয়ার্স লতিফ, শ্যামল কান্তি চন্দ, শাহ্জাহান শফীক, মুকিত চৌধুরী, মোহাম্মদ মাসুদ বেগ, মাহবুবর রহমান চৌধুরী, আফরিনা জিমি, ফারজানা ইয়াসমিন, মঈন উদ্দীন নটু, লিটন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জহিরুল হক। গিতা পাঠ করেন সুধাংশু কুমার মন্ডল। শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। কবিতা আবৃত্তি করেন কবি আবু তাহের চৌধুরী, মায়া এঞ্জেলিনা প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহিন, শারমিন তানিয়া, শারমিন আক্তার ও শুভ। একুশের প্রথম প্রহরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে ২০ টি সংগঠন সহ অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করে।
নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে মহান একুশে উদযাপন
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০৫ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

রক্তিম সূর্যের প্রতিশ্রুতি ---জাকিয়া রহমান

খলিল বিরিয়ানী হাউস’র নিউইয়র্ক সিটির “এমবিই সার্টিফিকেশন” লাভ

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩৭তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়লে ১-৩ সেপ্টেম্বর

নিউ ইয়র্কে বৈশাখ উদযাপনের থিম সং গেয়েছেন ন্যান্সি

ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসবে মানুষের ঢল

GOVERNOR HOCHUL ANNOUNCES MORE THAN $2.4 MILLION TO DIVERSIFY PHYSICIAN WORKFORCE

বাংলাদেশ ও ভারত বংশদ্ভুত কন্ঠতারকাদের নিয়ে লস এন্জেলেস শহর সংলগ্ন আপল্যান্ড শহরে জমজমাট ঘরোয়া সঙ্গীতসন্ধ্যা