গত ৩১ অগাস্ট শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের ব্রেকরিজ পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ শীর্ষক কালচারাল ইভেন্ট। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই ইভেন্টে ডালাসে বসবাসতর শিল্প সাহিত্য কর্মী ও অনুরাগীরা ছাড়াও অংশগ্রহণ করেন নিউ জার্সি ও নিউ ইর্য়ক থেকে সাংস্কৃতিক কর্মীরা।
‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ এই আয়োজনে সকল বাংলাদেশীদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত শিল্পী-কুশলী ছাড়াও আগত অতিথিরাও অংশগ্রহন করেন উন্মুক্ত মঞ্চে। একে একে পরিবেশিত হয় দেশাত্ববোধক গান, কবিতা এবং উদ্দীপক কথামালা। এতে করে পুরো আয়োজনটি হয়ে ওঠে সবার নিজের অনুষ্ঠান। আয়োজনে আরও ছিলো দেশীয় খাবারের বিপুল সমাহার এবং প্ল্যাকার্ড প্রদর্শন।
অনুষ্ঠানে আগত শুভান্যুধায়ীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ও বিক্রীত খাবারের মূল্য বাবদ সর্বমোট তিন লাখ ষোলো হাজার (৩,১৬,০০০.০০) টাকা বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মাননীয় প্রধান উপদেষ্টার তহবিলে প্রেরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন, সুন্দর, সাম্য এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এলো
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ পিএম

প্রবাস রিলেটেড নিউজ
.jpg)
The tapestry of this blue earth owes to a woman- Pamelia Riviere

‘এম্পায়ার কেয়ার এজেন্সি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জ ড্রিষ্ট্রিক্ট এসোসিয়েশনের ঈদ পূনর্মিলনী ও বাংলা বর্ষবরণ
.jpg)
পিঠা ও বৈশাখী উৎসবে বাঙালিয়ানার ছোঁয়া

প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ‘সেলিম-আলী’ প্যানেলের শোডাউন

ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশী কমিউনিটিকেও ছুঁয়েছে
.jpg)
হারুনর রশীদ পিন্টু: মানবতা ও বন্ধুত্বের আলোকবর্তিকা

‘গ্রী ম্যাকানিক্যালস ইয়াংকার্স’র ইফতার ও দোয়া মাহফিল