নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে " আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪" ও "জাতীয় প্রবাসী দিবস-২০২৪ ” উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে দিনের শুরু থেকেই কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাসহ আগত সেবা প্রার্থীদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান । মহান বিজয়ের এই মাসে কনসাল জেনারেল মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং সকল বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সকল স্তরের নেতা-কর্মীর এবং জুলাই আগষ্টের ছাত্র- জনতার অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের আশু সুস্থ্যতা কামনা করেন। তিনি দেশের স্বাধীনতায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগষ্টের ছাত্র- জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা বলেন অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি কনস্যুলেটে আগতদের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অভিনন্দন জানিয়ে বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের আহবান জানান। সরকারের প্রবাসী বান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে তিনি সকলকে ব্যাংকিং চ্যানেলে বেশী বেশী রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করেন। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য তিনি প্রবাসীদের ঐকান্তিক সহযোগীতা কামনা করেন।
দেশের ভাষা, সংস্কৃতি ও ঐহিত্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসী ভাই-বোনদের অধিকতর অবদান রাখার জন্য তিনি আহবান জানান। আগত সেবাপ্রার্থীরা দিবসটি উপলক্ষ্যে তাদের অভিমত ব্যক্ত করেন। তাদের বক্তব্যে তারা কনস্যুলেট জেনারেলের নতুন ভবনের পরিবেশ সম্পর্কে ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪" ও "জাতীয় প্রবাসী দিবস-২০২৪ " আয়োজনের জন্য কনস্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান। আগত সেবাপ্রার্থীসহ সবাইকে দেশীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪”
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ এএম
.jpeg)
প্রবাস রিলেটেড নিউজ
.jpg)
পিঠা ও বৈশাখী উৎসবে বাঙালিয়ানার ছোঁয়া

বিজয় দিবসের অর্থ কি - জাকিয়া রহমান

বর্ণাঢ্য আয়োজনে বাংলা পত্রিকা’র ২৮ ও টাইম টিভি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্টিত হতে যাচ্ছে চতুর্থ বাংলাদেশ কনভেনশন

নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত বিনিময়

GOVERNOR HOCHUL ANNOUNCES $30 MILLION AWARDED FOR SUPPORTIVE HOUSING

Ambassador Imran shares success stories of Bangladesh with members of US Congress
.jpg)
Armed Forces Day celebrated in Bangladesh Embassy in Washington