নিউইয়র্ক (ইউএনএ): নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব ইনক’র বার্ষিক ডিনার পার্টি ‘মিট এন্ড গ্রীট’ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১২ জানুয়ারী রোববার সন্ধ্যায় সিটির জ্যামাইকার তাজমহল পার্টি হলে অয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের নতুন-পুরতান ডেমোক্র্যাটদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ডেমোক্র্যাট পার্টির মিলন মেলায় পরিণত হয়। এতে ষ্টেট ও সিটি প্রশাসনের নির্বাচিত প্রতিনিধি ছাড়াও মূলধারার বিপুল সংখ্যক ডেমোক্র্যাট দলীয় লীডার অংশ নেন। অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকরা তাদের বক্তব্যে বাংলাদেশী কমিউনিটির বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির প্রতি বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের আগ্রহ ও এই দলের রাজনীতিতে অংশ গ্রহণ এবং নতুন নতুন বাংলাদেশী- আমেরিকানের আংশগ্রহনের উচ্ছ¡সিত প্রশংসা করেন। বক্তারা মূলধারার রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার জন্য বাংলাদেশীদের প্রতি আহŸান জানান। তারা বাংলাদেশী-আমেরিকানদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশী কমিউনিটিরও ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, অ্যাওয়ার্ড বিতরণ, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। ব্যতিক্রমী এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলো নিউ আমেরিকান ইয়্যুথ ফোরাম অব নিউইয়র্ক ও নিউ আমেরিকান ওমেন্স ফোরাম অব নিউইয়র্ক। খবর ইউএনএ’র। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান।
এরপর নিউ আমেরিকান ওমেন্স ফোরামের নতুন অ্যাডভাইজরি কমিটিকে পরিচয় করিয়ে দেন সাবিনা হাই উর্বি এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সালমা ফেরদৌস। এরপর অনুষ্ঠানে নিউ আমেরিকান ইয়ুথ ফোরানের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি আহনাফ আলম, নুসরাত আলম ও মুশরাত শাহীন অনুভা। অনুষ্ঠানে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম সহ আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি ল্যু, ষ্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা ও জোহরান মামদানি, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, নানতাশা উইলিয়ামস ও লিন্ডা লি, ডিস্ট্রিক্ট লিডার মার্থা টেইলর, ফ্র্যাঙ্কলিন টাউনশিপ ডেপুটি মেয়র শিপা উদ্দিন, ডেমাক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী,
প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নাসির আলী খান পল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। অনুষ্ঠানে ইউএস সিনেট ও কংগ্রেসের একাধিক মেম্বাররা ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। এসময় তাদের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী পরিতোষ পাল,
বাংলাদেশী-আমেরিকান এডভোকেসী গ্রæপ-বাগ এর সভাপতি জয়নাল আবেদীন, ঢাকা জেলা এসোসিয়েশন, ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু, নিউ আমেরিকান ওমেন্স ফোরামের এক্সিকিউটিভ অ্যাডভাইজার অধ্যাপিকা হুসনে আরা ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সহ কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আমীন মেহেদী, জে মোল্লা সানি, রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী প্রমুখ। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে অনুষ্ঠানে বেশকয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন-
‘ইয়ুথ ইনোভেশন অব দ্য ইয়ার’ সাপ্তাহিক ঠিকানা’র ভাইস চেয়ারম্যান মুশরাত শাহীন অনুভা, ‘ইয়ুথ এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ রিভারটেলের ফাউন্ডার ও সিইও রুহিন হোসেন, ‘এডুকেটর অব দ্য ইয়ার’ ড. কিম হিল এবং ‘কমিউনিটি লিডার অব দ্য ইয়ার’ প্রেস্টন বাকের। এছাড়াও ‘আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ করেছেন ষ্টেট অ্যাসেম্বলী মেম্বার স্টিভেন রাগা, ‘ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন তাজিন খান এবং ‘আউটস্ট্যান্ডিং ফিজিশিয়ান অ্যাওয়ার্ড’ লাভ করেন ডা. ইলোরা রফিক। অনুষ্ঠানের সাংস্কৃতিক গ্রæপ পারফরমেন্সে করে ‘স্বরলিপি’র শিল্পীরা। তাদের পরিবেশনা ছিল বেশ উপভোগ্য। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
মূলধারার রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার আহবান
নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের বার্ষিক ডিনার পার্টি
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ এএম
.jpg)
প্রবাস রিলেটেড নিউজ
.jpg)
নারী উদ্যোক্তাদের ঈদ বাজার: নতুন উদ্যোগের সৃজনশীল সমাবেশ

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ ও গণহত্যা দিবস পালিত

GOVERNOR HOCHUL ANNOUNCES APPLICATION OPEN FOR 2022 CAREY GABAY SCHOLARSHIP PROGRAM

Tanishq dazzles at New York Fashion Week in collaboration with Designer Bibhu Mohapatra
.jpg)
New York is on track to be the first state to enact a ban on fossil fuels in new buildings

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ আন্তর্জাতিক ফ্যামিলি রেমিট্যান্স দিবস পালন

বদরুল-মইনুল পরিষদকে হবিগঞ্জ জেলাবাসীর পূর্ণ সমর্থন

‘পেনসিলভিয়া কনভেনশন সেন্টার’ চলতি বছরের মুনা কনভেনশন ৮-১০ আগষ্ট