সরকারি খরচ কমাতে প্রশাসনে ব্যাপক ছাঁটাইয়ের পথে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত খারিজ করার নির্দেশ দিয়েছে মার্কিন দুই আদালত। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের জেলা বিচারকরা বৃহস্পতিবার (১৩ মার্চ) ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে ১৯টি সরকারি এজেন্সি থেকে ছাঁটাই করা হাজার হাজার প্রবেশনারি কর্মীকে কাজে পুনর্বহাল করতে হবে। এর আগে ট্রাম্প প্রশাসন সরকারি এজেন্সিগুলোকে জানায়, চলতি সপ্তাহের মধ্যেই তাদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই করতে হবে এবং বাজেট কমাতে হবে। তবে তার আগেই আদালতের এই নির্দেশ এলো। গতকাল মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার দুই বিচারক আলাদাভাবে রায় দিয়েছেন। তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি অসুবিধা আছে। দুজনেই জানিয়েছেন, কর্মীদের আপাতত কাজে বহাল করতে হবে। মেরিল্যান্ডের জেলা বিচারক তার নির্দেশে বলেছেন, ১৮টি এজেন্সি যারা প্রবেশনারি অফিসারদের ছাঁটাই করেছিল, তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানেনি। বিচারক ইউএসএইড, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্য এজেন্সির কর্মীদের আবার নিয়োগ দিতে বলেছে। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিশেষ করে এই তিন এজেন্সির কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সক্রিয় ছিল। বিচারকদের যুক্তি ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, তারা প্রতিটি কর্মীর কাজের বিচার করে তারপর এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিচারপতিরা এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি। প্রবেশনারি কর্মীদের কিছুদিন আগে নিয়োগ করা হয়েছিল। তাদের আরও এক বছর কাজের মেয়াদ আছে। তারপর তারা ওই সরাকারি সংগঠনে নতুন ভূমিকায় দীর্ঘস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারতেন।
মেরিল্যান্ডের জেলা বিচারক জেমস ব্রেডার বলেছেন, যেভাবে এই ছাঁটাই হয়েছে, তাতে মনে হচ্ছে না, প্রতিটি কর্মীর কাজের বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার জেলা বিচারক উইলিয়াম অ্যালসাপ জানিয়েছেন, মেরিল্যান্ডে প্রতিরক্ষা, কৃষি, স্বরাষ্ট্র, রাজস্বর মতো আটটি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করতে হবে। তিনি বলেছেন, সরকার কর্মী কমাতে পারে, তবে তার জন্য যুক্তি দিতে হবে এবং ঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তিনি বলেন, পার্সোনেল ম্যানেজমেন্ট অফিস যে নির্দেশ দিয়েছে, তা ঠিক নয়। হোয়াইট হাউস এখন কী করবে? আদালতের এই নির্দেশ ট্রাম্পের কাছে বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে সরকারি এজেন্সিগুলিকে নির্দেশ দিয়েছিল, তারা যেন দ্বিতীয় দফার ছাঁটাই কার্যকর করে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, বিচারবিভাগ প্রশাসনের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন এই অসাংবিধানিক নির্দেশের বিরুদ্ধে লড়াই করবে। প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কয়েকজন জেলা বিচারক তাদের ক্ষমতার অপব্যবহার করবে এটা হয় না।
‘ধাক্কা খেলেন ট্রাম্প’, হাজারো কর্মীকে পুনর্বহালের আদেশ
প্রকাশিত: ০১ মে, ২০২৫, ০৬:৫৯ এএম

প্রবাস রিলেটেড নিউজ

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

চ্যাপ্টার টু - জেমস্ লাইভ ইন ডালাস

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকা’র জমকালো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

২/১দিনের মধ্যেই পাচ্ছে চিঠি বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!
.jpg)
ফাগুনের উচ্ছ্বাসে মুখরিত বসন্ত সন্ধ্যা

The Biggest Issue Behind the New York Prison Guard Strike

জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই ( জেবিবিএ ) আয়োজন করছে ঐক্যবদ্ধ ও জমজমাট পথমেলা !

বিবিসির মাসুদ হাসান খানের জ্যাকসন হাইটসে আড্ডা