ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ২২তম নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন’র এর সাথে সাক্ষাত করেছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি নির্বাচনের ফরম বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৩ ফেব্রুয়ারি তাঁর কার্যালয়ে এই ঘোষণা দেন।
রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন নির্বাচিত হবার পর সারা বাংলাদেশে আনন্দের বন্যা বয়ে যায়। দলমত নির্বিশেষ সবার কাছেই তিনি প্রশংসা কুড়ান। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার পর দেশ ও প্রবাসের হাজার হাজার মানুষ প্রতিদিনই নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে তাঁর ঢাকাস্থ অফিসে এসে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
২০ ফেব্রুয়ারি সোমবার নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন এর সাথে সাক্ষাত করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। পরে শিব্বীর আহমেদ অমর একুশে বইমেলা ২০২৩ এ তার লেখা ও প্রকাশিত তিনটি বই মুক্তিযুদ্ধের উপন্যাস একাত্তরের যোদ্ধা, নির্বাচিত কলাম ও কাব্যগ্রন্থ রূপালী জোছনার জল উপহার হিসাবে রাষ্ট্রপতির হাতে তুলে দেন। বই উপহারের জন্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদকে ধন্যবাদ জানান। পরে তিনি বইগুলোর বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে শিব্বীর আহমেদ রাষ্ট্রপতিকে বইয়ের বিষয় সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এছাড়াও রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে শিব্বীর আহমেদ তাঁর পিতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম জালাল আহমেদ সহ তার পারিবারিক, রাজনৈতিক, সাংবাদিকতা ও কর্মজীবন সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এখানে উল্লেখ্য, দেশের বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট মো: আবদুল হামিদের সাথেও সাক্ষাত করেছিলেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ এবং সাক্ষাতের সময় সাংবাদিক হিসাবে রাষ্ট্রপতি এডভোকেট মো: আবদুল হামিদের সাক্ষাতকার গ্রহন করেছিলেন যা দেশের ও প্রবাসের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল।
২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় বারের মতো দেশের ২১তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেন এডভোকেট মো: আবদুল হামিদ। তাঁর এই মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল নব নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহন করে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে নব নির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন চপ্পু।
নব নির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন’র সাথে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০৩ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

সেই ‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্য স্পষ্ট করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিমাইদিঘী জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আদমদিঘীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রেডিও ভেরিতাস দিবস উদযাপন ২০২২

মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে দমনপীড়ন

আদমদীঘিতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বগুড়ায় সিঁদুররাঙা হাসিমুখে দেবীকে বিদায়

যে মেলায় জীবনসঙ্গী খুঁজে নেন তরুণ-তরুণীরা