মোঃ আলী খান বাবুল
আজ ৩ মার্চ, শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইনে মোড়ল মার্কেট ও হাউজিং এ মোড়ল পরিবারের নিজস্ব ভূমি ও অর্থায়নে নির্মিত একরামুন নেছা সড়কের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মরহুম আহসানউল্লাহ মোড়ালের কন্যা শিউলি আফরোজ, সহকারী অধ্যাপক ইছামতী ডিগ্রি কলেজ। সড়ক উদ্বোধনের আগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোড়ল পরিবারের সদস্যরা ছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে এই রাস্তাটি বাজারে যাওয়ার রাস্তা থেকে মোড়ল মার্কেট ও হাউজিং হয়ে মসজিদের কাছে গিয়ে শেষ হয়েছে। এতে করে মসজিদের মুসল্লীদের যাতায়াতের অনেক সুবিধা হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আপ্যায়িত করা হয়।