এম আব্দুর রাজ্জাক
উত্তরবঙ্গ থেকে :
এবার প্রেমের টানে নূর আজিমা নামে মালয়েশিয়ার এক তরুণী কুমিল্লায় চলে এসেছেন। সোমবার (১১ জুন ২০২২) মালয়েশিয়ার পেনাং শহর থেকে ওই তরুণী কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘল গ্রামে ছুটে আসেন।
মঙ্গলবার (১২ জুলাই ২০২২) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় সাইফুলের। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সেই সম্পর্কের জের ধরে (সোমবার) প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান ওই তরুণী। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ের সম্মতিতে বিয়ে হয় তাদের।
তরুণীর প্রেমিক সাইফুল ঢাকা পোস্টকে বলেন, নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করব।
আমার কথা মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেন।
এবার মালয়েশিয়ার তরুণী কুমিল্লায়
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০২:৫১ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

No scope to revoke death penalty, Asif Nazrul says after meeting Volker Turk

পদ্মা সেতুঃ ইতিহাসের নতুন পাতা--কাওসার চৌধুরী

অতন্দ্র প্রহরীর মতো ছাত্রলীগকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক -২০২৫ এ মনোনীত হয়েছেন বরেণ্য ও মহিয়সী রোকেয়া হায়দার
.jpg)
Dr Yunus has Taken Office with the Promise of Significant Reforms: A Grassroots Approach to Development is Essential Dr. Pamelia Riviere

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আসছে আরেকটি দল

নিউইয়র্কে সাংবাদিকদের সাথে এনটিভি চেয়ারম্যান ফালু’র মতবিনিময়