এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে নিজ গ্রাম গটিয়ায় বিকেল সাড়ে ৫টায় তার সব শেষ জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন ফজলে রাব্বী মিয়ার ভাগনা মো. রোকনুজ্জামান মিয়া।
সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ফজলে রাব্বির মরদেহ নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সাঘাটা উপজেলার বোনারপাড়ার হেলেঞ্চা গ্রামের ভেরাকোপা বিলে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ ভরতখালি উচ্চ বিদ্যালয় (ডেপুটি স্পিকার যে বিদ্যালয়ে লেখাপড়া করেছেন) মাঠে নিয়ে যাওয়া হয়। এখানে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ওই মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
প্রঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আমেরিকার মাইন্ট সাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বি মিয়া। সোমবার সকালে তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে। সকাল ১০টায় ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ফজলে রাব্বি মিয়া ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা-৫ আসনের সাতবারের সংসদ সদস্য ছিলেন। তিনি জাতীয় সংসদের পরপর দুইবারের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।
চির নিদ্রায় সমাহিত হলেন উত্তর জনপদের কৃতি সন্তান গাইবান্ধা ৫ আসনের এম.পি ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া
প্রকাশিত: ০২ মে, ২০২৫, ০৭:৫২ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

হাওরের উন্নয়ন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার হচ্ছে: রাষ্ট্রপতি

Feni in southeast Bangladesh is the epicenter of one of the country’s worst floods in living memory

সাহসী পদক্ষেপে নারীদের এগিয়ে যেতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

পদ্মার স্রোতে ‘ভেসে যাওয়ার’ ১৪ দিন পর ১৫ মহিষের ‘বাড়ি ফেরা’

Deadly floods impact hundreds of thousands in Bangladesh and northeast India

পুলিশ কর্মকর্তার ছাদবাগানে প্রায় ১০০ প্রজাতির গাছ

শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর--যুবরাজ চৌধুরী

স্বাধীনতার সপক্ষের শক্তিকে টিকিয়ে রাখতে সংস্কৃতিকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী