এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে   এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মুনিরা সুলতানা, উপজেলা আঃ লীগের সহ- সভাপতি এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, আদমদিঘী সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সচিবদের মধ্যে ছাতিয়ানগ্রামের কুদরত  ই এলাহী সহ বিভিন্ন ব‍্যাক্তি বক্তব্য রাখেন।এছাড়াও  উপস্থিত ছিলেন উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরুপ্রমা সরকার, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, উপজেলার ছাতিয়ানগ্রাম, নসরতপুর, কুন্দুগ্রাম, চাঁপাপুর, সান্তাহার, আদমদিঘী ইউপি সচিবগন ও সান্তাহার পৌর নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সকল  হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর গন ও বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক এবং উপজেলার ছয়টি ইউনিয়নের মহল্লাদারগন।সভায় বক্তারা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখার অনুরোধ করা হয়।

এবছর ইউপি বিভিন্ন সেবা মূলক জন্ম ও মৃত্যু নিবন্ধন  কাজের জন্য আদমদিঘী সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান কে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরষ্কারে ভূষিত হন এবং তাকে সম্মানা হিসেবে ক্রেষ্ট  এবং ছয়টি ইউপি'র ছয় জন মহল্লাদার কে সেরা কাজের জন্য বিশেষ সম্মানা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা প্রশাসন।