আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী জেলা শহর পাবনা জেলার ১৯৫ তম জন্মদিন নিউইয়র্কে উদযাপন করা হয়েছে। নিউইয়র্ক স্থানীয় সময় ১৬ অক্টোবর রাতে শহরের জ্যকসন হাইটসের এক রেস্টুরেন্টে এ উপলক্ষে “হৃদ মাঝারে পাবনা”অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রগতীশীল নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক গোপাল সান্যালের পরিচালনায় ও সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিশেষ দিনটি উদযাপন করা হয়। আলোচনায় বক্তারা পাবনার গৌরবময় ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সংকল্প ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্য গোলাম ফারুক প্রিন্স বলেন উন্নয়নের শেষ নাই, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমান সরকারের প্রচেষ্টায় পাবনায় অভুতপূর্ব উন্নয়ন হয়েছে এবং আগামীতে তা অব্যহত থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপিকা হুসনে আরা, পাবনা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এটিএম কামাল পাশা, পাবনা সমিতির সভাপতি আব্দুল হাদী রানা,বাংলাদেশ ক্লাবের সভাপতি নুরুল আমিন বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ উপ আন্তর্জাতিক সম্পাদক গাজী ওয়াহিদুজামান লিটন,
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম, পাবনা ড্রামা সার্কেল ও গনমঞ্চের সাবেক সাধারন সম্পাদক স্বাধীন মজুমদার , সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন মিঞা,
সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আসলাম আহম্মেদ খান, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য জয়নুল আবেদিন জয় , সমাজ কর্মী আনোয়ার উদ্দীন,ষ্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাসুদ বিশ্বাস , প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী সাদেক,এ কে মানিক, এসএম জিন্না, জ্যকসন হাইটস আওয়ামী লীগের সম্পাদক তানভীর, মোয়াজেম হোসেন,
মনিরুজামান মনির,নূর তাজুল ইসলাম প্রমুখ।শেষে সবার উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। উল্খ্যে, বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম প্রাচীন শহর পাবনা জেলা হিসেবে ১৯৫তম জন্মদিন।১৮২৮ সালের ১৬ অক্টোবর তৎকালীন সরকারের ৩১২৪ নম্বর স্মারকে পাবনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়।
নিউইয়র্কে পাবনা জেলার ১৯৫তম জন্মদিন উদযাপন-- গোপাল সান্যাল
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫৪ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

অল্পদিনের মধ্যে বাংলাবান্ধা দিয়ে মানুষের যাতায়াত শুরু হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
.jpg)
54th Great Independence and National Day of Bangladesh observed in Viet Nam

আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা, বগুড়ায় মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি

নব নির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন’র সাথে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র শুভেচ্ছা বিনিময়

সেই ‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্য স্পষ্ট করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিমাইদিঘী জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আদমদিঘীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রেডিও ভেরিতাস দিবস উদযাপন ২০২২