এম আব্দুর রাজ্জাক, শালগ্রাম, বগুড়া থেকে : ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামে ( দিঘীর পাড়) D.X.N এর সৌজন্য ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার ম্যাচের শুভ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান - আব্দুল হক আবু।(০৮ ডিসেম্বর শুক্রবার ) বিকেল ০৩ ঘটিকায়,বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের ( দিঘীর পাড়) D.X.N কৃর্তক আয়োজিত ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখা সহ- সভাপতি এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু।
এছাড়াও উক্ত খেলায় উপস্থিত ছিলেন, শালগ্রামের রেজানুর রহমান জেবা, বাবু, সাইদুল ইসলাম, তারাজুল ইসলাম, খলিলুর রহমান, হাফিজার রহমান, মোয়াজ্জেম হোসেন, আমিনুল ইসলাম, আলতাফ হোসেন, হাবিব আলী, সোলেমান আলী, মাসুদ, আঃ গফুর, হোসেন আলী সহ এলাকার বেশ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আজ উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশ গ্রহন করেন তারা হলেন, দুঁপচাচিয়া একাদশ বনাম ডালম্বা একাদশ। উক্ত খেলায় শত শত দর্শক ভক্ত বৃন্দ খেলা উপভোগ করেন।
D.X.N এর সৌজন্যে ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার ম্যাচের শুভ উদ্বোধন করলেন চেয়ারম্যান আব্দুল হক আবু
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১২:২৬ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি ও মতবিনিময় সভা

নন্দীগ্রামে নবাগত ইউএনও লায়লা আঞ্জুমান বানুর যোগদান

‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত

এবারও অসহায় আত্মসমর্পণ সাকিবদের

পাঁচপুকুরিয়া বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত

টাকা ও ধন-সম্পদ লুট করতেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যা

উত্তরের মৎস্য ভান্ডার নওগাঁর শুঁটকি পল্লীতে ব্যস্ততা

মুজিব শত বর্ষ বার্ষিকীতে ছাতিয়ানগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার স্বরপ বাড়ি পেল ৯ টি ভূমিহীন পরিবার