বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশী-আমেরিকান সিটিজেন মুভমেন্ট ফোরাম নিউইয়র্ক। ২২ জুলাই সোমবার অনুষ্ঠিত সমাবেশ শেষে সংগঠনটির পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। সমাবেশে আন্দোলনে নিহত ছাত্রদের রূহের মাগফেরাত কামনায় দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের ফ্যাসীবাদী নীতির তীব্র সমালোচনা করে সরকারের পদত্যাগ দাবি করা হয়। আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং আনোয়ার জাহিদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাম ফারুক শাহিন, ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ সোহরাব হোসেন, আমিনুল ইসলাম স্বপন, সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ আব্দুল মান্নান হোসাইন, মোঃ শাহীন চৌধুরী, আলোমগীর হোসেন মৃধা, জাফর তালুকদার, মোঃ লিয়াকত আলী,জাহাঙ্গীর এম আলম, বাচ্চু মিয়া, আব্দুর রহিম, এ আর মাহবুব, সোয়েব আহমেদ, দিলরুবা আক্তার মায়া, মোমতাজ উদ্দিন, আক্তার হোসেন নান্নু, আরিফুর রহমান কাইজার, বেগ হোসাইন ইসলাম মিঠু, জিল্লুর রহমান খাঁন, তপদী রায় বরুণ, আঃ আহাদ হেলাল, শেখ মোঃ ইসাহক আলী, রুবেল হোসেন, মুরাদ হোসেন, মঈনুল হোসেন, আঃ মালেক রুকন, রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, রেজবুল ক্রিম, জামাল হোসেন, হাজী সাব্বির রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, হুমায়ুন কবির, এম এ কাইয়ুম, তাজুল ইসলাম (চেয়ারম্যান), বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী মন্ডল, মুক্তাদির হোসেন, আশরাফ হোসেন, এম এ কালাম, রাহিমুল ইসলাম প্রিন্স, বাইতুল্লাহ শাহীন প্রমুখ। এ কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।সমাবেশ থেকে বক্তারা বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। তারা কোটা প্রথার তীব্র সমালোচনা করে কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবি জানান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পরে গোলাম ফারুক শাহিনের নের্তৃত্বে বাংলাদেশী-আমেরিকান সিটিজেন মুভমেন্ট ফোরাম নিউইয়র্ক, ইউএসএ’র পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার নিউইয়র্কে প্রতিবাদ
প্রকাশিত: ০২ মে, ২০২৫, ০৬:২৯ এএম
.jpg)
সারাবাংলা রিলেটেড নিউজ

জীবননগরের উথলীতে বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলার কে জরিমানা

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

১৬ বছর জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফেরাউন: বগুড়ায় রুহুল কবির রিজভী

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার বেশিদিন থাকলে জনগণ মেনে নেবে না

Eminent journalist, freedom fighter Badiul Alam passes away

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই

Ambassador Muhith elected as the President of the Executive Board of UNDP/UNFPA/UNOPS