দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দ্বিতীয় বারের মতো আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। আমরা আমাদের তরফ থেকে তাকে স্বাগত জানাই। ট্রাম্পের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় যাবে।বাংলাদেশের সঙ্গে ইউএস এর ইতোমধ্যে ভালো সম্পর্ক আছে। আগস্ট বিপ্লবের পর সেটি ভিন্নমাত্রা পেয়েছে। কারণ ইউএস চায় সারা বিশ্বের দেশগুলো যেন গণতন্ত্রের চর্চা করে। ওরা দেখছে আগের ১৫ বছর যে স্বৈরশাসক ছিল সে জায়গায় বর্তমানে যে সরকারটা এসেছে তারা চাচ্ছে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যেতে। সে দিক থেকে ইউএস আরও উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করা আরও বাড়িয়ে দিয়েছে। আশা করছি ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ডেমোক্রেট ও রিপাবলিকান সবার সঙ্গে ভালো সম্পর্ক। তাদের শীর্ষ নেতৃত্বের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বও রয়েছে। আশা করছি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরও গভীর হবে।
ডনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন
প্রকাশিত: ০২ মে, ২০২৫, ০৫:৪০ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. ইউনূস
.jpg)
"Shahadad Osman: Drumming Toward Change"

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এক অকুতোভয় কূটনীতিকের কথা--সাবেক কূটনীতিক ও কলামিস্ট মহিউদ্দিন আহমেদ

বগুড়া জেলার,সান্তাহার আধুনিক স্টেডিয়ামে শিক্ষক-কর্মচারিদের মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন

রোহিঙ্গাদের আর কতদিন খাইয়ে পরিয়ে রাখব?

বাংলা ঠাঁই পেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে

Newly Appointed UNFPA and UN-WOMEN Country Representatives submit Credentials to Foreign Minister