বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ এর জিএম আখতারুজ্জামান জলিল মারা গেছেন
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

মোহাম্মদ আবদুল্লাহ
কুষ্টিয়ায় গায়ে বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জিএম আখতারুজ্জামান জলিল মারা গেছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে বস্তাটির ওজন কত ছিল তা জানা যায়নি।
নিহত আক্তারুজ্জামান জলিল কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়া এলাকার মাদু মন্ডলের ছেলে। তিনি বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র জিএম পদে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জলিলের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার মরদেহ ময়নাতদন্ত হয়েছে কিনা আমার জানা নেই।
কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, আক্তারুজ্জামান জলিল বিআরবি গ্রুপের কারখানায় পরিদর্শনে গেলে লটের ওপরে থাকা এক টন ওজনের একটি বস্তা তার গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু এটি মেডিকেলের বিষয়। এ ব্যাপারে আমি কথা বলতে পারব না।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, কুষ্টিয়া বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জিএম আখতারুজ্জামান জলিলের গায়ে পিভিসি পাইপ তৈরির রিজেন পাউডারের লট থেকে একটি বস্তা পড়ে। এতে তার মৃত্যু হয়েছে।
সারাবাংলা রিলেটেড নিউজ

কোথায় হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়?

বগুড়া নিশিন্দারা ফকিরুদ্দিন স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক বিদায় সংবর্ধনা

আদমদীঘি উপজেলা প্রশাসন ও কলেজ শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট

সরকারি কর্মকর্তারা ৯০ ভাগ দুর্নীতিবাজ, কারও বাড়ি, কারও সোনার ব্যবসা

আদমদীঘিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২য় দিনে ১৫ চলচ্চিত্র প্রদর্শিত

একসঙ্গে ৪ সন্তানের মা হলেন এক গৃহবধূ!

রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদ এর অস্বাভাবিক মৃত্যু