‘ফাউন্ডেশন ফর স্ট্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ নামে গবেষণাধর্মী নতুন একটি ইন্সটিটিউটের আত্মপ্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি রাষ্ট্রে সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় ‘থিংক ট্যাংক’ হিসেবে গবেষণা কাজ করবে। রোববার রাতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটি উদ্দেশ্যে ও লক্ষ্য তুলে ধরেন ‘ফাউন্ডেশন ফর স্ট্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ এর চেয়ারম্যান মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর।অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌ বাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন। সাবেক সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দীন খানসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, অর্থনীতবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আইনজ্ঞ অধ্যাপক বোরহান উদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিনিয়র সাংবাদিকদের মধ্যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মাহদী আমিন, শামা ওবায়েদ, মওদুদ হোসেন আলমগীর পাভেল, শায়রুল কবির খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। সাবেক পুলিশ প্রধান আশরাফুল হুদা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ অবসরপ্রাপ্ত ঊধর্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মেজর জেনারেল অব. এম আবুল কালাম।
‘ফাউন্ডেশন ফর স্ট্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ এর আত্মপ্রকাশ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:৫৭ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ
.jpg)
The Rise of Youth Gangsters in Bangladesh
.jpg)
I was perceived as a young woman—a girl: That was the only 'crime'

বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে গিয়াস আহমেদ ও আবদুল লতিফ সম্রাট ঢাকায়

বর্ণাঢ্য আয়োজনে জ্যামাইকায় ফালগুনী রেস্টুরেন্ট’র উদ্বোধন

ছাতিয়ানগ্রাম ইউপি কার্যালয়ে অনুষ্টিত হল" উম্মুক্ত ওর্য়াড সভা ও অংশ গ্রহন মূলক বার্ষিক পরিকল্পনা অনুষ্টিত হল

ছাতিয়ানগ্রামে প্রানী সম্পদ সেবা সপ্তাহ -২০২৩

বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হলেন ধুনট থানার অমিত বিশ্বাস

বর্ণাঢ্য আয়োজনে বাংলা পত্রিকা’র ২৮ ও টাইম টিভি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন