ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আমাদের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য, নির্দিষ্ট কোনো সরকারের জন্য নয়। তিনি বলেন, চীন সবসময় একটি দেশ ও তার জনগণের সঙ্গে থাকে, কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে নয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক এক সেমিনারে বক্তব্যে এই মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বা কোন দেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক না কেন, আমাদের নীতি স্পষ্ট। চীন অংশীদার হিসেবেই থাকবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চীন বাংলাদেশে স্থিতিশীলতা, ঐক্য ও গণতন্ত্রের বিকাশ দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি। আগামী ২৬-২৯ মার্চ প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানায় এবং এ মুহূর্তে এ সফরের অগ্রাধিকার সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
নির্দিষ্ট কোনো সরকার নয়, আমাদের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য: চীনা রাষ্ট্রদূত
প্রকাশিত: ০২ মে, ২০২৫, ০৫:৫৭ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

জয়পুরহাটে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

কে এই আশিক চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা

দীপংকর চক্রবর্তী দাদা- আবার হবেতো দেখা !
.jpg)
পরানে আগ্রাবাদ ইউএসএ -এর মিলনমেলা অনুষ্ঠিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর

আমি যখন কাজ করতে বসি নিয়মের ধার ধারি না : সৈয়দ জামিল আহমেদ

চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি
.jpg)
ছড়াটে-র মোড়ক উন্মোচন
.jpg)
Holistic Curriculum: To establish possible equality in society National Schools should be established