চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আল ইমরান হত্যা মামলা , মাসুদ রানা নামে এক যুবক গ্রেফতার
প্রকাশিত: ০২ মে, ২০২৫, ১২:৩২ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মাসুদ রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। এ মামলায় গ্রেফতার মাসুদকে প্রধান আসামি করা হয়েছিল।
গ্রেফতার মাসুদ রানা (২৫) গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, হত্যাকান্ডের পর থেকে অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের এক পর্যায়ে সন্দেহের তালিকায় থাকা মাসুদকে কুষ্টিয়া জেলা থেকে আটক করা হয়। আটকের পর শনিবার দুপুরে তাকে আমলি আদালতে (আলমডাঙ্গা থানা) তোলা হয়। এ সময় আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরর্ণের নির্দেশ দেন।
এদিকে শনিবার দুপুরে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। তিনি এজাহারে ছয় জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাত হিসেবে আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হাদীউজ্জামান জানান, গ্রেফতার প্রধান আসামিকে আদালতে তোলা হয়েছে। সেখানে বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেবেন তিনি। এছাড়া পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে মোবাইলফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আল ইমরান রাজনৈতিক সংগঠনের জড়িত থাকার পাশাপাশি ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
সারাবাংলা রিলেটেড নিউজ

বগুড়ায় ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নিজের ঢোলে নিজে পিটাই----হুমায়ূন কবীর ঢালী

অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করলেন বগুড়ার ডিসি

বগুড়ার কাহালু বেতার কেন্দ্র পরিদর্শণ করলেন মহাপরিচালক এ এস এম জাহিদ

বিয়ে করলেন ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী

ওবায়দুল কাদেরের মুখে ‘তলে তলে’ কথা শোভা পায় না: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে মন্ত্রী-নেতারা অতিরিক্ত কথা বলে ফেলেন