খোন্দকার এরফান আলী বিপ্লব:
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম । যার প্রতিটি ফ্রেমের মধ্যে সময়কে তথা সামগ্রিক অর্থে ইতিহাসকে ধারণ করা হয়। সে বিবেচনায় বিশ্বব্যাপী ফিল্ম আর্কাইভের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্যতা লাভ করেছে। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভের প্রজেকশান হলে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি একথা বলেন। মাহবুবা ফারজানা আরো বলেন,বাংলাদেশ ফিল্ম আর্কাইভও সময়ের সাথে আরোও উন্নত হচ্ছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রকল্পের মাধ্যমে জনস্বল্পতা দূর করে আধুনিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ সংগ্রহের মাধ্যমে ফিল্ম ভল্টের ব্যবস্থাপনা আরও উন্নত ও সমৃদ্ধ করা হবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ফারহানা রহমান।শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ, বালাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, চলচ্চিত্র সম্পাদক ফজলে হক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ভবন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক ও সাবেক উপ-সচিব জনাব মো. আখতারুজ্জামান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বিশেষজ্ঞ কমিটির সদস্য জনাব লাবিব নাজমুল শাকিব, চলচ্চিত্র শিল্পী মো. হেলাল, চিত্র নায়িকা রোজিনা, চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের জুরি সাইদুর রহমান সাঈদ প্রমুখ। উক্ত আলোচনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তর/ দপ্তরের প্রধান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ চলচ্চিত্র সংশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী'র শুভ উদ্বোধন করা হয়।