'ঢালিউড ফিল্ম এ্যান্ড মিউজিক এওয়ার্ড' শিরোনামের আন্তর্জাতিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি এ বছর ১৬ই অক্টোবর রোববার কুইন্সের আমাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে। এটি হবে শোটাইম মিউজিক আয়োজিত এ জাতীয় ২০তম অনুষ্ঠান। বিশ বছর ধরে অনুষ্ঠিত এ আয়োজনে যোগ দিতে পারা সিনেমা ও সঙ্গীত জগতের সবার কাছে খুবই আকর্ষনীয় এবং সম্মানজনক বিষয়। এ অনুষ্ঠান সম্পর্কে মিডিয়া জগতকে অবহিত করার জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ৪ অক্টোবর জ্যাকসন হাইটের নবান্ন রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে। শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট এবং সিইও জনাব আলমগীর খান আলম প্রেস কনফারেন্সের আয়োজন করেন। এতে তিনি বিস্তারীত পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ বলিঊড অভিনেত্রী নার্গিস ফাখরি। এবারের টাইটেল স্পন্সর যৌথভাবে উৎসব গ্রুপ, গোল্ডেন এজ হোম কেয়ার এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজি। মূল অনুষ্ঠানের অন্যতম স্পন্সর জনাব শাহ নেওয়াজ এবং জনাব মইনুল ইসলাম 'মিট দি প্রেস' শিরোনামের এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জনাব আলমগীর খান আলম ঢালিউড এওয়ার্ড অনুষ্ঠানের জনপ্রিয়তা, এক্ষেত্রে সবার সহযোগিতা ও সাফল্য সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। এবারের ঢালিউড এওয়ার্ড অনুষ্ঠানে কমপক্ষে বিশজন তারকার অংশগ্রহণ করার কথা। এদের মধ্যে শাকিব খান-এর আগমন অনিশ্চিত হয়ে পড়েছে ওনার ব্যস্ততার জন্য। অন্য সবার ভিসা হয়ে গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারী তারকার সংখ্যা ১৯ জনেরও বেশি হতে পারে কারন এই সম্মানজনক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আরো অনেকেই আগ্রহী আছেন এবং আগমন প্রক্রিয়ায় সক্রিয় রয়েছেন। তারকাদের মধ্যে নার্গিস ফাখরি, মেহজাবিন, চঞ্চল চৌধুরী, তাহসান, রিজিয়া পারভীন সহ আরো অনেকের যোগদান নিশ্চিত হবার ব্যাপারে তিনি সবাইকে অবগত করেন। আলম সাহেব আরো জানান যে, ঢালিউড এওয়ার্ড প্রদানের জন্য ৩৫ ক্যাটেগরীতে বিবেচনা করা হয়। মূল অনুষ্ঠানে ছবি তোলার ক্ষেত্রে সাংবাদিকদের সুবিধা-অসুবিধার বিষয়টি উত্থাপন করলে তিনি বলেন, মিডিয়াকে আয়োজকদের পক্ষ থেকে ছবি সরবরাহ করা হবে এবং মিডিয়া হাউজগুলোর প্রত্যেকটির জন্য দুইটা করে পাশ প্রদান করা হবে। অনুষ্ঠান উপভোগের জন্য ৫০, ১০০ ও ১৫০ ডলার মূল্যের টিকেট বিক্রি শুরু হয়ে গিয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠান আয়োজন স্থলে ১৭০০ আসন আছে বলে তিনি সবাইকে অবহিত করেন।
বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশ থেকে এবং আমেরিকার ওয়াশিংটন, আটলান্টা, ফ্লোরিডা ও নিউ জার্সী সহ অনেকগুলো স্টেট থেকে মানুষ এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ছুটে আসবেন। ঢালিউড এওয়ার্ড দেয়ার ক্ষেত্রে মিডিয়াপার্সনদের পুরস্কৃত করা যায় কিনা এরকম একটি প্রশ্ন একজন নামকরা সাংবাদিকের কাছ থেকে আসার পর শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ঐ সাংবাদিককে বিষয়টি উপস্থাপনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই সম্মানজনক পুরস্কারটি সাংবাদিকদেরও পাওয়া উচিত বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এই নতুন ক্যাটাগরী ঢালিউড এওয়ার্ডে অন্তর্ভূক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীদেকে নৈশভোজে আপ্যায়ণ করা হয়।