নিউইয়র্ক বাংলা ডেস্ক: গত ১০ জুন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ১৪ জুন বাংলাদেশে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সমবেদনাবার্তা পাঠিয়েছেন।বার্তায় লি খ্য ছিয়াং বলেন, বাংলাদেশের চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনায় ব্যাপক হতাহতের খবর শুনে তিনি শোকাহত। তিনি চীন সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের প্রতি গভীর শোক এবং তাদের আত্মীয়স্বজন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটির সরকার ও জনগণ এ কঠিন সময় কাটিয়ে উঠবেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চীন বাংলাদেশের প্রয়োজনে সহযোগিতা করতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।