এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করবে বলে জানা গেছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে রাসিক মেয়র সাংবাদিকদের বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আমি নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা আমার অনুরোধে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাজশাহী থেকে কক্সবাজারে গিয়ে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন ভ্রমণপিপাসুরা।
নভোএয়ারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। রাজশাহী থেকে কক্সবাজারে ফ্লাইট চালুর বিষয়ে আমার পক্ষ থেকে নভোএয়ারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান রাসিক মেয়র লিটন।
ফ্লাইট চালুর বিষয়ে নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেসবাহ-উল ইসলাম বলেন, ‘সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাহেবের উদ্যোগ, সাহস ও সমর্থনেই মূলত প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী ১৬/১৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি সপ্তাহে শনিবার অথবা রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে।
রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। শিগগিরই ফ্লাইট চালুর তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হবে। রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চলাচলে আমরা সফল হবো বলে মন্তব্য করেন নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেসবাহ-উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী, রাজশাহী এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন, বরিশাল এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ সাজেদুল সাব্বির প্রমুখ।
নভেম্বরে চালু হবে রাজশাহী-কক্সবাজার ফ্লাইট
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৫১ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

ঈদে নাটকের চমক নিয়ে আসছেন নির্মাতা এইচ এম পিয়াল

কূটনীতিকদের জন্য সিইসির ব্রিফিংয়ে ছিলেন না পিটার হাস ও প্রণয় ভার্মা

Ambassador Muhith elected as the vice-chair of UN Peacebuilding Commission

হাসিনার সেই ৪০০ কোটির পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি

“দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগন শেখ হাসিনাকে ভোট দেবে” খাদ্যমন্ত্রী

জীবননগরের ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

নিউইয়র্কস্থ জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বিতর্কিত ভোটে চতুর্থ মেয়াদে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা