এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
রবিবার ৬ নভেম্বর ২০২২
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দিরে দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। পরেমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। “দাম”শব্দের অর্থ রশি এবং “উদর” হচ্ছে কোমর। মা যশোদা কতৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীর কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে গত শনিবার রাত ৮ টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার দামোদর উৎসব ও ঘি-কর্পূরের প্রদীপ প্রজ¦লন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উৎসব অঙ্গনে ভক্তবৃন্দ তিনি বলেন, দামোদর মাস বা কার্তিকমাস সনাতন ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ন মাস। এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই পূণ্য মাসে ভগবানের উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হবে। তাই সকল সনাতনীদের এই মাসে প্রদীপ জালানো উচিত।
দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, যুগ্ম সম্পাদক সমর দাস, বগুড়া সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ রায়, জেলা পুজা উদযাপন কমিরি নেতা অশোক সাহা, রনজিত ঘোষ, সান্তাহার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আবদুল কাদের জিলানী, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, রেলওয়ে মন্দির কমিটির সভাপতি শুভাশীষ ঘোষ, সম্পাদক উত্তম কুমার ঘোষ, সজল ঘোষ, পৌর কাউন্সিলর আলাউদ্দিন প্রমূখ। অপরদিকে উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।