এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বগুড়ায় দিনব্যাপী নবান্ন উৎসব পালিত হয়েছে। তরুণ প্রজন্মের কাছে নবান্ন্নের উৎসব তুলে ধরাসহ বাঙালী সংস্কৃতির বিকাশে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগিতায় কলেজ থিয়েটার বগুড়া নবান্ন উৎসব উদযাপনে যুগপূর্তি পালন করেছে। দিনব্যাপি নানা আয়োজনে মেতেছিল শিক্ষার্থীরা। 'সোনার দানা ভরে যেই ক্লান্ত চাষীর মন, হয় তখনি নবান্নেরই নিবিড় আয়োজন' শ্লোগানে নেচে গেয়ে বাঙ্গালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালন করেছে শিক্ষার্থীরা। গ্রামীণ জীবনে নবান্নের বিভিন্ন বিষয় তুলে ধরে এই উৎসব পালন হয়।
বুধবার সকাল ১১ টায় ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ র্যালী শেষে কলেজ চত্বরে নতুন ধান মাড়াই করে নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। লাঠি খেলার তালে তালে সকালে শহরের ফুলবাড়ি এলাকায় নবান্নের শোভাযাত্রায় অংশ নেয় আমন্ত্রিত অতিথিরা। কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহটা ওয়াহিদা রহমান ও প্রধান আলোচক ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দেবদুলাল দাস, বগুড়া থিয়েটারের সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক উত্তরের দর্পণ'র সম্পাদক আব্দুস সালাম বাবু, কলেজের সহকারী অধ্যাপক আইআরএম সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক সৈয়দা রুবিনা সিদ্দিকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি শামিমা সুমি শাহ। নবান্ন কথন নামে আলোচনা সভায় তুলে ধরা হয় বাঙালীর ঐতিহ্য সংস্কৃতি। সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের নিয়ে গড়া নাট্য সংগঠন কলেজ থিয়েটারের আয়োজনে অনুষ্ঠানে নবান্নের নৃত্য, কথা, গান, কবিতা আবৃত্তি এবং জুতা আবিষ্কার নাটক মঞ্চস্থ হয়।
বগুড়ায় নানা আয়োজনে কলেজ থিয়েটারের নবান্ন উৎসব
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৫ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ বাহিনীর নেতৃত্বে বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন

শিল্পকলায় লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে সাধুমেলা

জীবন্ত দুই কিংবদন্তী বাংলাদেশের, খেলোয়াড় জাকারিয়া পিন্টু ও সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামান-- সৈকত রুশদী

কুকুর আমার ভেতরের কুকুরটাকে হয়তো দেখতে পায়- ফেরদৌস হাসান

ধর্ম যার যার উৎসব তার-- "সামাজিক সম্প্রতি কমিটি আলোচনা সভা"

সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ স্মরণে নিউইয়র্কে বিশেষ সভা
.jpg)
"Shahadad Osman: Drumming Toward Change"

বিশ্বকাপ ফুটবলে ফিফার অফিসিয়াল ছয় লাখ টি-শার্ট তৈরি হয়েছে বাংলাদেশে