এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়।
দিবসটি পালন কল্পে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, বর্নাঢ্য রালী, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ডিজিটাল দিবসের উদ্ধোধন ভিডিও চিত্র সম্প্রচার প্রচার করা হয় এবং উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিক সহ প্রমুখ।
বগুড়ার আদমদীঘিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
প্রকাশিত: ০১ মে, ২০২৫, ১১:২১ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ জলপথে পণ্য পরিবহনের সূচনা

বগুড়ায় শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে তিন শতাধিক অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

পঞ্চম বাংলাদেশ সম্মেলনে অন্যতম প্রধান অতিথি কবি কামাল চৌধুরী

আন্তর্জাতিক জেনোসাইড স্মরণ ও প্রতিরোধ দিবসের ৭ম বার্ষিকী

গঙ্গাচড়ায় আরএফএল বাইসাইকেল কারখানা উদ্বোধন

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

‘এমন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে সব সম্প্রদায়-নাগরিকের সমান অধিকার থাকবে’ : ড. মুহাম্মদ ইউনূস