এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বেলুন সহ ফেসটুন ও পায়রা উড়ানো, বর্ণাঢ্য র্যালি, স্মৃতি চারণ, আলোচনা সভা, র্যাফেল ড্র, শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হক এবং শিক্ষক সুদেব কুণ্ডুর পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এলজিইডির অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা আলহাজ্ব আফতাব উদ্দিন মন্ডল, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান রিপন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপপ্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ, যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। এছাড়াও স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্য প্রাক্তন শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। শেষে দুপচাঁচিয়া শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ বেতার ঢাকার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ
.jpg)
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার নিউইয়র্কে প্রতিবাদ

জীবননগরের উথলীতে বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলার কে জরিমানা

‘বিভিন্ন দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানানোয় বিএনপির মাথা খারাপ’

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

১৬ বছর জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফেরাউন: বগুড়ায় রুহুল কবির রিজভী

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার বেশিদিন থাকলে জনগণ মেনে নেবে না

Eminent journalist, freedom fighter Badiul Alam passes away