এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে বৈকালীন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কার্যক্রম ও পিঠা উৎসবের উদ্বোধন সোমবার অনুষ্ঠিত হয়ে।
টিএমএসএস ক্যান্সার হাসপাতালের কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানে আকতার মিতুলী ট্রাষ্ট এর মূখ্য ট্রাষ্টি ও (রোটারী ক্লাব অব ঢাকা) একেএস রোটাঃ মিতুলী মাহবুব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
অত্র অঞ্চলের নিম্ন আয়ের জনবল, গ্রামীণ জনপদের অধিবাসী, কর্মজীবি ও জরুরি প্রয়োজনে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা গ্রহিতাদের উদ্দেশ্যে বৈকালীন চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণের পরামর্শ ও প্যাথলজি সুবিধা এই উদ্যোগের ফলে দ্রুত পাওয়া যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: সুশান্ত কুমার সরকার, টিএমএসএস’র পরামর্শক সারোয়ার মাহমুদ, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: জাকির হোসেন, বগুড়ার সিভিল সার্জন ডা: মোহম্মদ শফিউল আযম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, টিএমএসএস হার্ট সেন্টারের পরিচালক ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মজিবর রহমান, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা: মোঃ জামিলুর রহমান, সূচনা বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটাঃ ডা: মতিউর রহমান। অনুষ্ঠানে বগুড়ার সরকারী ও বেসরকারী পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, সুধী মহল, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য আকতার মিতুলী ট্রাষ্ট অত্র অঞ্চলে দরিদ্র মানুষের জন্য করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, শীতের সময় টিএমএসএস’র মাধ্যমে শীতবস্ত্র প্রদান করেছেন। এছাড়াও নিম্ন আয়ের মানুষের বেকারত্ব লাঘবে টিএমএসএস’র মাধ্যমে মানবিক ঋণ কার্যক্রম চালু করেছেন।
টিএমএসএস হাসপাতালে বৈকালীন চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০৪:২৫ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বগুড়া-৪ আসনে হিরো আলমকে ৮৩৪ ভোটে হারিয়ে তানসেন জয়ী

Fazilatun Nessa Indira highlights good practices of Bangladesh in advancing women empowerment at the United Nations

২০১০ সাল থেকে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তদন্তে ৫ সদস্যের কমিশন

লাশ ভাসছে কলাগাছের ভেলায়

শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা

রাজধানীর লালবাগে জাল সনদ বিক্রি করে আয়েশি জীবন
-shava_09-march-2023-pic-01-(samrat).jpg)
ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগ স্বাধীনতা দিবস উদযাপন, বাকির আজাদের মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল ২৬ মার্চ

রাজনীতিতে হঠাৎ কেন বাইডেনের ভুয়া উপদেষ্টার আবির্ভাব?