শেখ মানা ও দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা শেখ মানা ও দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের মেয়ে। বর ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ বাগদান ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ২২ মার্চ। দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা তাদের বাগদান অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হয়নি। খুব জমকালো অনুষ্ঠান করতে দেখা যায়নি। পরিবার-পরিজন এবং আশেপাশের বন্ধুবান্ধব, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়েই ছোট পরিসরে বাগদান সম্পন্ন করা হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের পুত্র শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি। দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা এদিকে কনে শেখা মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন, এবং তিনি তার স্নাতক দিবসের ছবি তার ১ লাখ ৩৯ হাজার অনুসারীদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ তাকে নানা প্রদর্শনী এবং লঞ্চ এর অনুষ্ঠান সহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্ট এ যোগদান করতে দেখা যায়।
কে এই শেখ মানা আল মাকতুম ? বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারীকে
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১৩ এএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

‘জীবনের গল্প’ শোনালেন রোকেয়া হায়দার -- তাহমিনা তাসির সাথী
.jpg)
Voice of America Names New Director of Studio and Production Operations

প্রেসিডেন্ট সি ও তাঁর মমতাময়ী মা

VOA Names New Latin America Division Director

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়ছেন স্থানীয় পর্যায়ের কর্মকর্তারাও

হ্য চে জাতি বীরের গানের পাশাপাশি নতুন যুগের সুখী জীবনের গান গায়

মোড়ক উন্মোচিত হলো ছড়াটে-র সাম্প্রতিক ছড়গ্রন্থের

চীনামাটি ও সূচিকর্ম চীন ও হাঙ্গেরির সভ্যতার অভিন্নতার প্রতীক:পেং লি ইউয়ান