ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। স্থানীয় সময় ২৮ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমাদ কাইকাউস সহ উর্ধতন সরকারী কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সঙ্গঠনের নেতাকর্মিরা প্রধানন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। নিউইয়র্ক সহ দূরের রাজ্য থেকেও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামীলীগ সমর্থক লোকজন এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। ওয়াশিংটন সফর শেষ করে ৪ থেকে ৮ মে যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ ও ৬ মে লন্ডনে ব্রিটেনের রাজা চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক। সেই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা তাঁর বাংলাদেশের সরকার প্রধান। ৮ মে লন্ডন থেকে দেশের পথে রওনা করবেন প্রধানমন্ত্রী। পরদিন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দুই সপ্তাহে ৩ দেশ সফরে গত ২৫শে এপ্রিল জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী। তার এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ ৮টি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন। জাপান হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছার পর হোটেল লবিতে দেয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাপান সরকার যেভাবে প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়েছে, এর আগে এমন কখনো দেখা যায়নি বলে তিনি বলেন। প্রধানমন্ত্রী একটি বাণিজ্যিক ফ্লাইটে আমেরিকা পৌঁছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক আমাদের উন্নয়ন সহযোগী। বিশ্বব্যাংক বাংলাদেশকে সম্মান জানিয়ে একটি বড় প্রকল্প পরিকল্পনা প্রদান করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।১ মে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেয়ার কথা প্রধানমন্ত্রীর।
যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশিত: ০২ মে, ২০২৫, ০৭:৪৭ পিএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

সিবিএফসি আয়োজিত ইফতার মাহফিল চীন ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও গভীর বন্ধুত্বের প্রমাণ

ডিজিটাল প্রযুক্তি কোম্পানিগুলো চীনের সাথে সহযোগিতাও বাড়াতে চায়

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর মধ্যে বৈঠক

'Liceo Galileo Galilei School' adopted by Bangladesh Embassy in Rome

আয়ারল্যান্ডে ইতিহাস সৃষ্টি করলেন আজাদ তালুকদার

মার্কিন প্রশাসনের উচিৎ চীনের সাথে বিদ্যমান মতবিরোধ সঠিক উপায়ে মোকাবিলা করা: ওয়াং ই

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের চীন সফর

বাংলাদেশের বৈদেশিক ঋণের পূর্ণাঙ্গ তথ্য চায় আইএমএফ