পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন নাজমুন মুনিরা ন্যান্সি। পিনপতন নিরবতায় সম্মেহিত হয়ে শ্রোতারা উপভোগ করছিলেন সঙ্গীতানুষ্ঠান। দেশে ও প্রবাসের জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন দর্শক সারিতে বসে উৎসাহ দিচ্ছিলেন ন্যান্সিকে। এক পর্যায়ে উভয়েই মঞ্চে গিয়ে বুকে জড়িয়ে তাকে আর্শিবাদ করেন। শিল্পীর জন্য শিল্পী ও সহকর্মির জন্য ভালবাসা উজাড় করে তারা যুক্তরাষ্ট্রে ন্যান্সির উপস্থিতিেিক স্বাগত জানান। রাত পৌনে ৯টা থেকে পৌনে ১১টা অবধি একের পর এক সংগীত পরিবেশন করেন তিনি। মঞ্চে পা রেখেই বলেন, কতজন দর্শকের সামনে গান গাইছি তা বড় বিষয় নয়। দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি প্রিয় সংগীত পিপাসুদে ও সরব উপস্থিতি। আমেরিকায় এটিই আমার প্রথম সংগীত সন্ধ্যা। প্রথমবার আমেরিকার মাটিতে পর্দাপন। আমার উপস্থিতি আপনারদের ভালোবাসার অংশ হয়ে থাকবে। রোববার শোটাইম মিউজিকের উদ্যোগে আয়োজিত জামাইকাস্থ ম্যারি লুইস একাডেমিতে এ অনুষ্ঠানে কমিউিনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ন্যান্সিকে স্বাগত জানান ও সংগীতে তার অবদানের জন্য প্রশংসা করেন।
বক্তাদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বেলাল চৌধুরী প্রেসিডেন্ট এন্ড সিও ফোর স্টার ইম্পোর্ট, বেলাল হোসেন, প্রেসিডেন্ট বাংলা ট্রাভেলস, মোহাম্মদ হোসেন জামিল, প্রেসিডেন্ট বেঙ্গল হোম কেয়ার, গ্র্যান্ড স্পন্সর রন হক, সিইও টপ টি, মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, হাসান জিলানী,বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান হক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সিপিএ চিশতি,আবুল কাশেম।
পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন ন্যান্সি
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ পিএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

চীনে শৈল্পিক সম্পদ প্রবর্তনের মাধ্যমে গ্রামীণ পর্যটনের বিকাশ উন্নত হয়েছে

তরুণরা সংগ্রামের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে : প্রেসিডেন্ট সি

চীনে দিখছি উন্নয়নের এক অসাধারণ পরিবর্তন:কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস গুয়েসো

চীন-অ্যাঙ্গোলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করবে: সি চিন পিং

ভারত অবৈধভাবে তথাকথিত ‘অরুনাচল প্রদেশ’ প্রতিষ্ঠা করেছিল: চীনা মুখপাত্র

প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীনে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে : রোসেফ

ইউএস ওপেনের নতুন রানী কোকো গফ

অবশেষে মুখ খুললেন তামিম ইকবাল